আমি কিভাবে আমার জীবনের জন্য ঈশ্বরের ইচ্ছা জানাতে পারি? ঈশ্বরের ইচ্ছা জানার বিষয়ে বাইবেল কি বলে?

প্রশ্ন আমি কিভাবে আমার জীবনের জন্য ঈশ্বরের ইচ্ছা জানাতে পারি? ঈশ্বরের ইচ্ছা জানার বিষয়ে বাইবেল কি বলে? উত্তর ঈশ্বরের ইচ্ছা জানার জন্য দু’টি উপায় দেওয়া হয়েছে: ১) আপনি যা চাচ্ছেন সে সম্পর্কে নিশ্চিত হোন, যেহেতু কোন কিছু চাইতে বাইবেল বারণ করে নাই। ২) আপনি যা চাচ্ছেন সে সম্পর্কে নিশ্চিত হোন এবং ঈশ্বরকে গৌরব দেবার কথা…

প্রশ্ন

আমি কিভাবে আমার জীবনের জন্য ঈশ্বরের ইচ্ছা জানাতে পারি? ঈশ্বরের ইচ্ছা জানার বিষয়ে বাইবেল কি বলে?

উত্তর

ঈশ্বরের ইচ্ছা জানার জন্য দু’টি উপায় দেওয়া হয়েছে: ১) আপনি যা চাচ্ছেন সে সম্পর্কে নিশ্চিত হোন, যেহেতু কোন কিছু চাইতে বাইবেল বারণ করে নাই। ২) আপনি যা চাচ্ছেন সে সম্পর্কে নিশ্চিত হোন এবং ঈশ্বরকে গৌরব দেবার কথা বিবেচনা করুন ও আত্মিকভাবে বেড়ে উঠতে তাঁর সাহায্য নিন। যদি এই দু’টি বিষয় সত্যি হয় এবং তারপরেও আপনি যা চাচ্ছেন ঈশ্বর তা দিচ্ছেন না, তাহলে বুঝতে হবে এটা সম্ভবত আপনি যা চাচ্ছেন তা আপনার জন্য ঈশ্বরের ইচ্ছা নয়। অথবা, আপনাকে তার জন্য কিছু সময় অপেক্ষা করার প্রয়োজন হতে পারে। ঈশ্বরের ইচ্ছা জানা বেশ কষ্টকর। লোকেরা চায় যেন ঈশ্বর তাদের নির্দিষ্টভাবে বলে দেয় কি করতে হবে, কোথায় কাজ করতে হবে, কোথায় থাকতে হবে, কাকে বিয়ে করতে হবে, ইত্যাদি। ঈশ্বর এভাবে লোকদের কাছে সরাসরি এবং নির্দিষ্টভাবে খুব কমই জানিয়ে দেন। উল্লেখ্য সবই পছন্দ করে নিতে ঈশ্বর আমাদের অনুমতি দিয়েছেন।

রোমীয় ১২:২ পদ আমাদের বলেছে, “এখনকার মন্দ জগতের চালচলনের মধ্যে তোমরা নিজেদের ডুবিয়ে দিয়ো না, বরং ঈশ্বরকে তোমাদের মনকে নতুন করে গড়ে তুলতে দিয়ে সম্পূর্ণ নতুন হয়ে ওঠো, যেন তোমরা ঈশ্বরের ইচ্ছা জানতে পার। ঈশ্বরের ইচ্ছা ভাল, সম্পূর্ণ নির্ভুল এবং তাতে ঈশ্বর সন্তুষ্ট হন।” পাপ করার সিদ্ধান্ত অথবা তাঁর ইচ্ছাকে বাধা দেবার সিদ্ধান্ত শুধুমাত্র ঈশ্বর আমাদের নিতে দিতে চান না, বরং তাঁর ইচ্ছার সাথে মিল আছে এমন কিছু পছন্দ করতে দিতে চান। তাই, আপনি কিভাবে জানতে পারেন আপনার জন্য ঈশ্বরের ইচ্ছা কি? যদি আপনি প্রভুর সাথে ঘনিষ্ঠভাবে গমনাগমন করেন এবং সত্যিই আপনার জীবনের জন্য তাঁর ইচ্ছাকে প্রত্যাশা করেন, তাহলে ঈশ্বর আপনার হৃদয়ে তাঁর ইচ্ছা স্থাপন করবেন। মূল সূত্র হচ্ছে, ঈশ্বরের ইচ্ছা জানা, নিজের ইচ্ছা নয়। “সদাপ্রভুকে নিয়ে আনন্দে মেতে থাক; তোমার মনের ইচ্ছা তিনিই পূরণ করবেন” (গীতসংহিতা ৩৭:৪ পদ)। যদি বাইবেল এই পদের বিপক্ষে কিছু না বলে, তাহলে তা নিশ্চিতভাবে আপনার আত্মিক জীবনের জন্য উপকারী এবং তারপর, বাইবেল আপনাকে সিদ্ধান্ত নিতে ‘অনুমতি’ দেবে যেন আপনি আপনার হৃদয়ের ইচ্ছাকে অনুসরণ করতে পারেন। যদি আপনি সত্যিই খোলা মনে, নম্রতার আত্মায় ঈশ্বরের ইচ্ছা অনুসন্ধান করেন, তাহলে তিনি তাঁর ইচ্ছা আপনার কাছে প্রকাশ করবেন।

[English]



[বাংলা হোম পেজে ফিরে যান]

আমি কিভাবে আমার জীবনের জন্য ঈশ্বরের ইচ্ছা জানাতে পারি? ঈশ্বরের ইচ্ছা জানার বিষয়ে বাইবেল কি বলে?

Similar Posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *