উদ্ধার একবার পেলেই সব সময়ের জন্যই পাওয়া হয়, এটা কি ঠিক?

প্রশ্ন উদ্ধার একবার পেলেই সব সময়ের জন্যই পাওয়া হয়, এটা কি ঠিক? উত্তর একজন ব্যক্তি যদি একবার উদ্ধার পায়, তাহলে কি সে সব সময়ের জন্য উদ্ধার পেয়ে গেছে? লোকেরা যখন খ্রীষ্টকে তাদের উদ্ধারকর্তা বলে জানে, তখন ঈশ্বরের সাথে তাদের যুক্ত করা হয়। ঈশ্বরের কাছে আসার মধ্য দিয়ে তাদের পরিত্রাণ বা উদ্ধার চিরকালের জন্য সুরক্ষিত হয়।…

প্রশ্ন

উদ্ধার একবার পেলেই সব সময়ের জন্যই পাওয়া হয়, এটা কি ঠিক?

উত্তর

একজন ব্যক্তি যদি একবার উদ্ধার পায়, তাহলে কি সে সব সময়ের জন্য উদ্ধার পেয়ে গেছে? লোকেরা যখন খ্রীষ্টকে তাদের উদ্ধারকর্তা বলে জানে, তখন ঈশ্বরের সাথে তাদের যুক্ত করা হয়। ঈশ্বরের কাছে আসার মধ্য দিয়ে তাদের পরিত্রাণ বা উদ্ধার চিরকালের জন্য সুরক্ষিত হয়। শাস্ত্রের অনেকগুলো পদ এই কথা বলেছে। (ক) রোমীয় ৮:৩০ পদ বলেছে, “যাদের তিনি আগেই ঠিক করে রেখেছিলেন তাদের তিনি ডাকও দিলেন; যাদের ডাক দিলেন তাদের তিনি নির্দোষ বলে গ্রহণও করলেন; যাদের নির্দোষ বলে গ্রহণ করলেন তাদের তিনি নিজের মহিমাও দান করলেন।” এই পদটি এই কথা বলে-, যে মুহূর্তে ঈশ্বর আমাদের মনোনীত করেন, তখন থেকেই আমরা স্বর্গে তাঁর উপস্থিতির মহিমা পাই। মহিমা পেতে একজন বিশ্বাসীকে কোন কিছুই বাধাগ্রস্থ করতে পারে না, কারণ ঈশ্বর আগেই স্বর্গে তা ঠিক করে রেখেছেন। একবার যখন একজন ব্যক্তি নির্দোষ বলে গৃহীত হয়েছে তাহলে তার উদ্ধার নিশ্চিত হয়েছে- সে তো সুরক্ষিত এবং স্বর্গে নিশ্চিতভাবে মহিমা পেতে যাচ্ছে।

(খ) রোমীয় ৮:৩৩-৩৪ পদে পৌল দুটি প্রামাণিক প্রশ্ন জিজ্ঞাসা করেছেন: “ঈশ্বর যাদের বেছে নিয়েছেন কে তাদের বিরুদ্ধে নালিশ করবে? ঈশ্বর নিজেই তো তাদের নির্দোষ বলে গ্রহণ করেছেন। কে তাদের দোষী বলে স্থির করবে? যিনি মরেছিলেন এবং যাঁকে মৃত্যু থেকে জীবিত করাও হয়েছে সেই খ্রীষ্ট যীশু এখন ঈশ্বরের ডান পাশে আছেন এবং আমাদের জন্য অনুরোধ করছেন।” তাহলে ঈশ্বরের মনোনীত ব্যক্তির বিরুদ্ধে কে দোষ দেবে? কেউই পারে না, কারণ খ্রীষ্ট আমাদের উকিল। কে আমাদের দোষী করবে? কেউই না, কারণ একমাত্র খ্রীষ্ট আমাদের জন্য মৃত্যুকে বরণ করেছেন- তাঁকেই দোষী করা হয়েছে। আমাদের উদ্ধারকর্তাই আমাদের জন্য উকিল এবং বিচারক।

(গ) বিশ্বাসীরা নতুন জন্ম প্রাপ্ত (পুনরায় সৃষ্টি), যখনই তারা বিশ্বাস করেছে (যোহন ৩:৩; তীত ৩:৫)। তাহলে, একজন খ্রীষ্টিয়ান যদি তার পরিত্রাণ বা উদ্ধার হারায়, তার মানে- তার পুনরায় সৃষ্টি বাতিল হতেই হবে। তবে, বাইবেলে এমন কোন প্রমান নাই যে, নতুন করে জন্ম লাভ করলে তা কেড়ে নেওয়া যায়। (ঘ) পবিত্র আত্মা সব বিশ্বাসীদের হৃদয়ে বাস করেন (যোহন ১৪:১৭; রোমীয় ৮:৯) এবং সব বিশ্বাসীদের খ্রীষ্টে দেহের মধ্যে বাপ্তিস্ম দেওয়া হয়েছে (১ করিন্থীয় ১২:১৩)। সেজন্য, একজন বিশ্বাসীকে উদ্ধারপ্রাপ্ত নয় বলা মানে, তাকে “পবিত্র আত্মা বিহীন” এবং খ্রীষ্টের দেহ থেকে আলাদা হতে হবে।

(ঙ) যোহন ৩:১৫ পদ বলে যে, যে কেউই যীশু খ্রীষ্টকে বিশ্বাস করে, সে-ই “অনন্ত জীবন পায়।” আপনি আজই যদি খ্রীষ্টকে বিশ্বাস করে অনন্ত জীবন পান এবং কালই তা হারান, তাহলে তা মোটেই “অনন্তকালীন” হতে পারে না। সেহেতু, যদি আপনি আপনার পরিত্রাণ বা উদ্ধার হারিয়ে ফেলেন, তাহলে বাইবেলের অনন্ত জীবনের প্রতিজ্ঞা ভুল হয়ে যায়। (চ) আমি মনে করি, সর্বশেষ ও চুড়ান্ত যুক্তি শাস্ত্রেই ভালভাবে বলা আছে, “আমি এই কথা ভাল করেই জানি, মৃত্যু বা জীবন, স্বগর্দূত বা শয়তানের দূত, বর্তমান বা ভবিষ্যতের কোন কিছু কিম্বা অন্য কোন রকম শক্তি, অথবা আকাশের উপরের বা পৃথিবীর নীচের কোন কিছু, এমন কি, সমস্ত সৃষ্টির মধ্যে কোন ব্যাপারই ঈশ্বরের ভালবাসা থেকে আমাদের দূরে সরিয়ে দিতে পারবে না। ঈশ্বরের এই ভালবাসা আমাদের প্রভু খ্রীষ্ট যীশুর মধ্যে রয়েছে” (রোমীয় ৮:৩৮-৩৯)। মনে রাখবেন, সেই একই ঈশ্বর, যিনি আপনাকে উদ্ধার করেছেন, তিনিই আপনাকে ধরে রাখবেন। তাই, একবার যখন আমরা উদ্ধার পেয়েছি, তার মানে, আমরা সব সময়ের জন্যই পেয়েছি। আমাদের পরিত্রাণ বা উদ্ধার সুনিশ্চিতভাবে অনন্তকালের জন্য সুরক্ষিত।

[English]



[বাংলা হোম পেজে ফিরে যান]

উদ্ধার একবার পেলেই সব সময়ের জন্যই পাওয়া হয়, এটা কি ঠিক?

Similar Posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.