খ্রীষ্টিয়ানদের স্বপ্ন কী ব্যাখ্যা করা হয়?

প্রশ্ন খ্রীষ্টিয়ানদের স্বপ্ন কী ব্যাখ্যা করা হয়? উত্তর GotQuestions.org/Bengali সংস্থা খ্রীষ্টিয়ানদের স্বপ্ন ব্যাখ্যা করার কোন সেবামূলক সংস্থা বা পরিচযা কেন্দ্র নয়। আমরা কোন স্বপ্নের ব্যাখ্যা প্রদান করি না। আমরা দৃঢ়ভাবে বিশ্বাস করি যে, কোন ব্যক্তির দেখা স্বপ্ন ও তার অর্থ কেবলমাত্র ঐ ব্যক্তি এবং ঈশ্বরের মধ্যেই সীমাবদ্ধ। অতীতে ঈশ্বর কখনও কখনও স্বপ্নের মধ্য দিয়ে লোকদের…

প্রশ্ন

খ্রীষ্টিয়ানদের স্বপ্ন কী ব্যাখ্যা করা হয়?

উত্তর

GotQuestions.org/Bengali সংস্থা খ্রীষ্টিয়ানদের স্বপ্ন ব্যাখ্যা করার কোন সেবামূলক সংস্থা বা পরিচযা কেন্দ্র নয়। আমরা কোন স্বপ্নের ব্যাখ্যা প্রদান করি না। আমরা দৃঢ়ভাবে বিশ্বাস করি যে, কোন ব্যক্তির দেখা স্বপ্ন ও তার অর্থ কেবলমাত্র ঐ ব্যক্তি এবং ঈশ্বরের মধ্যেই সীমাবদ্ধ। অতীতে ঈশ্বর কখনও কখনও স্বপ্নের মধ্য দিয়ে লোকদের সাথে কথা বলেছিলেন। উদাহরণ হিসাবে আমরা যাকোবের ছেলে যোষেফ (আদিপুস্তক ৩৭:৫-১০ পদ);’ মরিয়মের স্বামী যোষেফ (মথি ২:১২-২২ পদ); রাজা শলোমন (১রাজাবলি ৩:৫-১৫ পদ); এবং কতিপয় অন্যান্য ব্যক্তিদের (দানিয়েল ২:১; ৭:১; মথি ২৭:১৯ পদ) কথা উল্লেখ করতে পারি। এছাড়াও ভাববাদী বা নবী যোয়েলের ভাববাণীও তো রয়েছে (যোয়েল ২:২৮ পদ) যা প্রেরিত শিমোন পিতর প্রেরিত পুস্তকের ২:১৭ পদে উদ্ধৃতি হিসাবে ব্যবহার করেছেন, এর সবগুলোই নির্দেশ করে যে, ঈশ্বর স্বপ্নকে ব্যবহার করেন। তাই ঈশ্বর যদি পছন্দ করেন তাহলে তিনি স্বপ্নের মধ্য দিয়ে মানুষের সাথে কথা বলতে পারেন।

যাহোক, আমাদের অবশ্যই মনে রাখতে হবে যে, বাইবেল হচ্ছে একটি পরিপূর্ণ পুস্তক বা বই যেখানে এখন হতে অনন্ত কাল অবধি আমাদের যে সব বিষয় জানা দরকার তার সব কিছুই প্রকাশ করা হয়েছে। তার মানে এই নয় যে, আজকের দিনে ঈশ্বর অলৌকিক কাজ করেন না কিংবা এমনকি স্বপ্নের মধ্য দিয়ে কথাও বলেন না, কিন্তু ঈশ্বর যে কোন কিছু বলেন তা স্বপ্ন, দর্শন, ছাপ বা চিহ্ন অথবা ‘মৃদু কন্ঠস্বর’-এর মধ্য দিয়ে হোক না কেন তা তিনি ইতোমধ্যে তাঁর বাক্যের মধ্যে প্রকাশ করেছেন তার সাথে সম্পূর্ণভাবে একমত। স্বপ্ন কখনই শাস্ত্রের অধিকার বা কর্তৃত্ব কেড়ে নিতে পারে না।

যদি আপনি কোন স্বপ্ন দেখেন এবং অনুভব করতে পারেন যে, সম্ভবত ঈশ্বরই এটি আপনাকে দিয়েছেন, তাহলে প্রার্থনাপূর্বক ঈশ্বরের বাক্য পরীক্ষা করুন এবং নিশ্চিত হোন যে, আপনার স্বপ্ন শাস্ত্রের সাথে অঙ্গীকারাবদ্ধ। যদি তেমনটি হয়, তাহলে প্রার্থনাপূর্বক ঈশ্বর আপনার স্বপ্নের প্রতি সাড়া দিয়ে তিনি আপনার প্রতি যা করতে চান তা বিবেচনা করে দেখুন (যাকোব ১:৫ পদ)। পবিত্র শাস্ত্রে লক্ষ্য করা যায় যে, যখন কেউ ঈশ্বরের কাছ থেকে আসা স্বপ্নের অভিজ্ঞতা লাভ করেছিলেন তখন তিনি (ঈশ্বর) সব সময় ঐ ব্যক্তির কাছে ঐ স্বপ্নের পরিস্কার অর্থও প্রকাশ করেছিলেন, আর এমনটি তিনি করেছিলেন কখনও বা সরাসরি ব্যক্তির কাছে, কখনও বা কোন স্বর্গদূতের মাধ্যমে অথবা অন্য কোন বার্তাবাহকের মাধ্যমে (আদিপুস্তক ৪০:৫-১১; দানিয়েল ২:৪৫; ৪:১৯ পদ)। ঈশ্বর যখন আমাদের সাথে কথা বলেন তখন তিনি এই বিষয়টি নিশ্চিত করেন যে, তাঁর বাণী বা বার্তা হবে পরিস্কার ও প্রাঞ্জল যা সহজেই বুঝতে পারা যাবে।

[English]



[বাংলা হোম পেজে ফিরে যান]

খ্রীষ্টিয়ানদের স্বপ্ন কী ব্যাখ্যা করা হয়? প্রেরিতদের প্রত্যেকের কার কিভাবে মৃত্যু হয়েছিল?

Similar Posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.