জান্নাতে যাওয়ার জন্য বিয়ে করা কি শর্ত

প্রশ্ন প্রশ্ন:আমি শুনেছি কোন মুসলমান যদি বিয়ে না করে তাহলে সে জান্নাতে প্রবেশ করতে পারবে না- এটা কি সহিহ। যদি এ কথা সহিহ হয় তাহলে এর ভিত্তি কি? আমি মনে করি এর কারণ হতে পারে- উম্মতের সংখ্যা বৃদ্ধি ও হারাম যৌন সম্পর্ক প্রতিরোধ করা। এ কারণটি তো অন্য ধর্মাবলম্বীদের ক্ষেত্রেও পাওয়া যেতে পারে। কিন্তু আমি…

প্রশ্ন

প্রশ্ন:আমি শুনেছি কোন মুসলমান যদি বিয়ে না করে তাহলে সে জান্নাতে প্রবেশ করতে পারবে না- এটা কি সহিহ। যদি এ কথা সহিহ হয় তাহলে এর ভিত্তি কি? আমি মনে করি এর কারণ হতে পারে- উম্মতের সংখ্যা বৃদ্ধি ও হারাম যৌন সম্পর্ক প্রতিরোধ করা। এ কারণটি তো অন্য ধর্মাবলম্বীদের ক্ষেত্রেও পাওয়া যেতে পারে। কিন্তু আমি শেষ পয়েন্টটি জানতে চাই সেটা হচ্ছে- কোন মানুষ কি বিয়ে না করে মুত্তাকী হতে পারে না?

আলহামদু লিল্লাহ।.

ইসলামজান্নাতেপ্রবেশকরারজন্যবিয়েকরাকেশর্তকরেনা।কিন্তুব্যক্তিযদিনিজেরউপরহারামকাজেলিপ্তহওয়ারআশংকাকরেতাহলেতারউচিতবিয়েকরা।যেব্যক্তিরঅবস্থাএমনতারবিয়েনাকরাভুল।দ্বিতীয়প্রশ্নেরউত্তরহচ্ছে- মানুষবিয়েনাকরেওমুত্তাকীহতেপারে; তবেএটিখুবইবিরল।বরংঅধিকাংশক্ষেত্রেযারাবিয়েকরেনাতারাদুইশ্রেণীরপুরুষহতেপারে: অক্ষমকিংবাব্যভিচারী।উমরবিনখাত্তাব (রাঃ) জনৈকঅবিবাহিতপুরুষকেলক্ষ্যকরেএমনটিইবলেছেন।তিনিবলেন: তোমাকেবিয়েকরতেবাধাদিচ্ছে- হয়তোঅক্ষমতা; নয়তোপাপাচারিতা।

সারকথাহচ্ছে, ইসলামবিয়েকরারপ্রতিউদ্বুদ্ধকরেএবংবিয়েকরাকেরাসূলদেরআদর্শহিসেবেগণ্যকরে।বিয়েপরিত্যাগকরতেনিষেধকরে; এমনকিএপরিত্যাগেরকারণইবাদতহলেও।“ইসলামেবৈরাগ্যবাদনেই”।

আল্লাহইভালজানেন।

Similar Posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.