নারীদের নাক ফোঁড়া ও নাকে ফুল পরার বিধান

প্রশ্ন প্রশ্ন: নারীদের নাকে ফুল পরা কি জায়েয? প্রশ্ন: নারীদের নাকে ফুল পরা কি জায়েয? আলহামদু লিল্লাহ।. নারীদের জন্য নাকে ফুল পরা জায়েয। নারীর নাক ফোঁড়া হয় সৌন্দর্যের জন্য; নারীকে কষ্ট দেওয়া অথবা আল্লাহর সৃষ্টিকে বিকৃত করার জন্য নয়। আল্লাহই উত্তম তাওফিকদাতা এবং আমাদের নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের উপর আল্লাহর রহমত ও শান্তি…

প্রশ্ন

প্রশ্ন: নারীদের নাকে ফুল পরা কি জায়েয?

প্রশ্ন: নারীদের নাকে ফুল পরা কি জায়েয?

আলহামদু লিল্লাহ।.

নারীদের জন্য নাকে ফুল পরা জায়েয। নারীর নাক ফোঁড়া হয় সৌন্দর্যের জন্য; নারীকে কষ্ট দেওয়া অথবা আল্লাহর সৃষ্টিকে বিকৃত করার জন্য নয়।

আল্লাহই উত্তম তাওফিকদাতা এবং আমাদের নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের উপর আল্লাহর রহমত ও শান্তি বর্ষিত হোক। অনুরূপভাবে বর্ষিত হোক তার পরিবার-পরিজন ও সাহাবায়ে কেরামের প্রতি।[সমাপ্ত]

ফতোয়া ও গবেষণা বিষয়ক স্থায়ী কমিটি

শাইখ আব্দুল আযিয বিন আব্দুল্লাহ বিন বায, শাইখ আব্দুল্লাহ বিন গাদইয়ান, শাইখ সালেহ আল-ফাওযান, শাইখ আব্দুল আযিয আলে শাইখ, শাইখ বকর আবু যাইদ।

ফাতাওয়াল লাজনাদ দায়িমা লিল বুহুসিল ইলমিয়্যা ওয়াল ইফতা (২৪/৩৬)।

Similar Posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *