পরিত্রাণ বা উদ্ধা

প্রশ্ন পরিত্রাণ বা উদ্ধারের জন্য কেমন করে ঈশ্বরের সার্বভৌম স্বাধীন ইচ্ছা এবং মানুষের স্বাধীন ইচ্ছা একত্রে কাজ করতে পারে? উত্তর ঈশ্বরের সার্বভৌমত্বের সাথে মানুষের স্বাধীন ইচ্ছা ও দায়িত্ব সম্পর্ক আমাদের পক্ষে পূর্ণভাবে বোঝা অসম্ভব। সত্যি করে শুধুমাত্র ঈশ্বরই জানেন, তাঁর পরিত্রাণ বা উদ্ধার পরিকল্পনায় কেমন করে এই দুটো একত্রে কাজ করতে পারে। সম্ভবত, অন্যান্য মতবাদের…

প্রশ্ন

পরিত্রাণ বা উদ্ধারের জন্য কেমন করে ঈশ্বরের সার্বভৌম স্বাধীন ইচ্ছা এবং মানুষের স্বাধীন ইচ্ছা একত্রে কাজ করতে পারে?

উত্তর

ঈশ্বরের সার্বভৌমত্বের সাথে মানুষের স্বাধীন ইচ্ছা ও দায়িত্ব সম্পর্ক আমাদের পক্ষে পূর্ণভাবে বোঝা অসম্ভব। সত্যি করে শুধুমাত্র ঈশ্বরই জানেন, তাঁর পরিত্রাণ বা উদ্ধার পরিকল্পনায় কেমন করে এই দুটো একত্রে কাজ করতে পারে। সম্ভবত, অন্যান্য মতবাদের মতই এই বিষয়টি গুরুত্বপূর্ণ, যখন আমাদের সাথে ঈশ্বরের সম্পর্কজনিত কারণে তাঁর বৈশিষ্ট্য সঠিকভাবে বোঝা অসম্ভব মনে হয়। বেশী কিছু বুঝতে চেষ্টা করলে এই দুটো দিক দিয়েই বাস্তবিক পরিত্রাণ বা উদ্ধার বোঝা বিকৃত হয়ে যেতে পারে।

শাস্ত্র সুস্পষ্টভাবে বলেছে যে, ঈশ্বর জানেন কে বা কারা পরিত্রাণ বা উদ্ধার পাবে (রোমীয় ৮:২৯; ১ পিতর ১:২ পদ)। ইফিষীয় ১:৪ পদে বলা হয়েছে যে, ঈশ্বর “জগত সৃষ্টি করবার আগে” আমাদের বেছে নিয়েছেন। পবিত্র বাইবেল বার বারই বলেছে যে, বিশ্বাসীরা হচ্ছে “মনোনীত” (রোমীয় ৮:৩৩; ১১:৫; ইফিষীয় ১:১১; কলসীয় ৩:১২; ১ থিষলনীকীয় ১:৪; ১ পিতর ১:২; ২:৯ পদ), এবং তিনি বিশ্বাসীদের ‘নির্বাচিত’ও করেছেন (মথি ২৪:২২, ৩১; মার্ক ১৩:২০, ২৭; রোমীয় ১১:৭; ১ তীমিথিয় ৫:২১; ২ তীমথিয় ২:১০; তীত ১:১; ১ পিতর ১:১ পদ)। সত্যিটা হচ্ছে, বিশ্বাসীরা পূর্ব নির্দিষ্ট (রোমীয় ৮:২৯-৩০; ইফিষীয় ১:৫, ১১ পদ) এবং বিশ্বাসীরা হচ্ছে ‘নির্বাচিত’ (রোমীয় ৯:১১; ১১:২৮; ২ পিতর ১:১০ পদ)। এই পদগুলো পরিত্রাণ বা উদ্ধার আমাদের কাছে স্পষ্ট করে দেয়।

পবিত্র বাইবেল আবার এও বলে যে, খ্রীষ্টকে উদ্ধারকর্তা বলে গ্রহণ করার দায়িত্ব আমাদের। আমাদের যা করতে হবে, তাহল- যীশু খ্রীষ্টকে বিশ্বাস করতে হবে এবং তাতেই আমরা পরিত্রাণ বা উদ্ধার পাব (যোহন ৩:১৬; রোমীয় ১০:৯-১০ পদ)। ঈশ্বর জানেন, কে উদ্ধার পাবে, ঈশ্বর যাকে মনোনীত করেন সে-ই উদ্ধার পাবে। উদ্ধার পেতে হলে আমাদের অবশ্যই খ্রীষ্টকে মনোনীত করতে হবে। এই তিনটি সত্য কিভাবে এক সাথে কাজ করতে পারে, তা আমাদের সীমাবদ্ধ মনে বোঝা অসম্ভব (রোমীয় ১১:৩৩-৩৬ পদ)। তবে আমাদের দায়িত্ব যেন আমরা খ্রীষ্টের সুসমাচার সারা পৃথিবীতে ছড়িয়ে দেই (মথি ২৮:১৮-২০; প্রেরিত ১:৮ পদ)। তাই, আমাদের পূর্ব জ্ঞান, নির্বাচন বা পূর্ব নির্দিষ্ট বিষয়গুলো ঈশ্বরের উপরে ছেড়ে দেওয়া এবং সুসমাচার প্রচারে বাধ্যতা দেখানো উচিত।

[English]



[বাংলা হোম পেজে ফিরে যান]

পরিত্রাণ বা উদ্ধারের জন্য কেমন করে ঈশ্বরের সার্বভৌম স্বাধীন ইচ্ছা এবং মানুষের স্বাধীন ইচ্ছা একত্রে কাজ করতে পারে?

Similar Posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.